Main Menu

সরাইলে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির কারাদন্ড

+100%-

সরাইল  প্রতিনিধিঃসরাইলে ভ্রাম্যমান আদালত গতকাল রোববার বিকেলে দুই ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন। তারা হলো সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের আকতার আলী (৪০) ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইনপাশা গ্রামের মধুদাস (৩০)। পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের কুখ্যাত ডাকাত মানিকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ চোরাইকৃত ছয়টি গরুসহ মধুদাসকে আটক করেন। এ সময় তার তিন সহযোগী পুলিশকে কিল ঘুষি মেওে পানিতে ফেলে পালিয়ে যায়। এতে কন্সটেবল আবদুল আজিজ ও মোঃ হারুন অর রশিদ আহত হয়েছে। এদিকে গত ১৪ আগস্ট উপজেলার বিশুতারা গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মিয়া হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকতার আলীকে গতকাল সকালে আটক করেন। পুলিশ ওই দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ এমরান হোসেন আকতার আলীকে ১০ মাস এবং মধুদাসকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। পরে দুই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়।






Shares