Main Menu

শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

+100%-

শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব আগামী ৯-১২ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী উৎসব সফলের লক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম অফিসে সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটুর পরিচালনায় শিশুদের উৎসব নিয়ে আলোচনা করেন প্রদীপ পাল, শংকর রায়, মনি সাহা, কামাল হোসেন, মোসাব্বির আহমেদ আকিব, আফ্রিদি করিম হিমেল, প্রণয় সাহা, সাবরিনা ইসলাম সেজুতি, সাবিকুন নাহার রোজা, ইয়াছিন আলম শুভ, শাহরিয়ার তানজিম, ফাহিম,  ইমরোজ, রাফাত প্রমুখ। এছাড়া উৎসবে সংগীত, নৃত্য, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা ছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটক প্রদর্শন। শিশুদের চারদিন ব্যাপী সফলে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। এবারের উৎসবে তিনটি বিভাগ থেকে ৩জন শ্রেষ্ঠ ও ১জন শ্রেষ্ঠ ক্ষুদে চিত্রশিল্পীকে হুমায়ূন কবির খান স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।প্রেস রিলিজ






Shares