Main Menu

রামরাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

+100%-

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় সড়ক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরা হলেন শহরের পশ্চিমমেড্ডা এলাকার আল আমিন (২২), পীরবাড়ি এলাকার মো. পরশ মিয়া (১৯) ও হৃদয় (১৯), শহরতলীর নাটাই গ্রামের লিটন মিয়া (২২), বড়হরণ গ্রামের শরীফুল ইসলাম (২১) ও সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামের মো. রোমান (২০)।  রোববার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বড় দু’টি ছোড়া ও একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. দিদারুল আলম  জানান, ওই ছয়জন রোববার ভোরে ডাকাতির উদ্দেশ্যে সিএনজি মহাসড়কের রামরাইল ভাঙ্গা সেতু এলাকায় জড়ো হয়। তারা সেখানে নাইটকোচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দু’টি বড় ছোড়া উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা নম্বরবিহীন সিএনজিটিও জব্দ করা হয়।  সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’






Shares