Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ২দিনব্যাপী প্রাণি সম্পদ মেলা উদ্বোধন

মানবদেহের প্রয়োজনীয় প্রাণিজ আমিষের অভাব পূরণে প্রাণি সম্পদের অবদান অপরিসীম –জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্র“তি- সুস্থ সবল মেধাবী জাতি” শ্লোগানের ভিত্তিতে প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ২৩ হতে ২৭ ফেব্র“য়ারী দেশব্যাপী প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ পরবর্তীতে স্থানীয় পৌর মুক্তমঞ্চে উদ্বোধনী আলোচনা সভার মাধ্যমে ২৫ ও ২৬ ফেব্র“য়ারী ২দিনব্যাপী জেলা প্রাণি সম্পদ মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার ২৫ ফেব্র“য়ারী সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নেতৃত্বে লোকনাথ দিঘী ময়দান হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মুক্তমঞ্চে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বজলুর রশীদ এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এএসপি হেড কোয়ার্টার মোঃ আবু সাঈদ, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ। ডাঃ নূরে আলম এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন মিতালী পোল্ট্রি ফিড এর সত্ত্বাধিকারী ও পোল্ট্রি খামারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ এমদাদুল বারী, রিকন ফার্মার কর্মকর্তা মিজানুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিকেল এগ্রোভেট শাখার কর্মকর্তা ডাঃ এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, মানব দেহের প্রয়োজনীয় প্রোটিন তথা প্রাণিজ আমিষের অভাব পূরণে প্রাণি সম্পদের অবদান অপরিসীম। আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাণি পালনকারী তথা খামারীদের। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাণি সম্পদ বিভাগের মাধ্যমে উন্নত জাতের প্রাণি লালন পালনের ব্যবস্থাপনায় প্রাণিজ আমিষ যোগাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার পোল্ট্রি মোরগ ও ডেইরী ফার্ম খামারীদের বিদ্যুৎ বিল সমস্যা সমাধানে বাণিজ্যিক এর পরিবর্তে কৃষি লাইন রেইট করার নির্দেশনা দিয়েছে, যা কিছুদিনের মধ্যেই কার্যকর হবে। তিনি প্রাণিসম্পদ খামারীদের উত্থাপিত অন্যান্য সমস্যা মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় ব্যবস্থাপনায় সমাধানের আশ্বাস দেন। ২দিনব্যাপী প্রাণি সম্পদ মেলায় ১৭টি স্টল সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় আকর্ষণীয় বিষয়ের মধ্যে ইরানী শিকারী কুকুর, উন্নত জাতের তীতির ও মোরগ প্রদর্শন করা হচ্ছে।






Shares