Main Menu

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে —জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

গতকাল শনিবার সকালে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ (বডিং মাঠ)এ শহরের পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেওজয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। সরকার ক্রীড়াক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে বছরের দুইবার শীত ও গ্রীষ্মকালীন সময়ে খেলাধুলার আয়োজন করছে। বর্তমানে খেলাধুলার মাধ্যমে বিশ্বের অনেক ধনাঢ্য ব্যক্তিদের সাথে পাল্লা দিয়ে খেলোয়ারও অনেক ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তর হচ্ছে। তাই এই অঙ্গন থেকে আমাদের শিক্ষার্থীদের পিছিয়ে আসার সুযোগ নেই। তিনি আরো বলেন, আমরাও যদি শিক্ষার্থীদের সঠিকভাবে ক্রীড়ায় পারদর্শী করতে পারি আগামীতে হয়তো জাতীয় ক্রিকেট দলে কোন না কোন শিক্ষার্থী খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে এই  জেলার সুনাম বয়ে আনবে।






Shares