Main Menu

হরতাল দিয়ে যুদ্ধাপরাধিদের ফাঁসির হাত থেকে রক্ষা করা যাবেনা ..ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম

+100%-

প্রতিনিধি ॥ মানুষ মেরে হরতাল দিয়ে যুদ্বাপরাধীদের রা করা যাবেনা। কোন শক্তিই যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে পারবেনা। যুদ্বাপরাধীদের ফাঁসির হাত থেকে কেউ রা করতে পারবেনা। এদেশের দেশপ্রমিক জনগনের এখন একটাই দাবি সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি। দেশের জনগন আজ জেগেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে। প্রজন্ম চত্তরে লাখো মানুষের উপস্থিতি দেখে বিএনপির নেত্রী ভয় পেয়ে গেছেন তাই উল্টো পাল্টা কথা বলছেন প্রজন্ম চত্তর নিয়ে। বিরোধী দলীয় নেত্রী যুদ্বাপরাদীদের রা করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি মতায় আসতে নিরাপরাদ মানুষ হত্যা করছে হরতাল দিয়ে এই দেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চান মানুষ মেরে হরতাল দিয়ে মতায় আসা যাবেনা। জনগনের ভোটে মতায় আসতে হবে। অবৈধ ভাবে মতায় আসার বিরোধীদলের নেত্রীর স্বপ্ন এদেশের জনগণ কোনদিন পূরন করতে দিবেনা। শনিবার বিকেলে ছয়ফুলাকান্দি শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছয়ফুলাকান্দি ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রকৌশলী আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড সংসদের সভাপতি মেজর জেনারেল (অবঃ) হেলাল মোরশেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব সেলিম রেজা, বাবুল মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সৈয়দ মোঃ জামাল, আবুল খায়ের দুলাল, আমিনূল ইসলাম তুশার, আঃ আজিজ চেয়ারম্যান, নাসিরউদ্দিন নাসিম, মাহমুদুল হাসান ভূইয়া, রুহুল আমিন টিপু প্রমূখ। এর আগে তিনি ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ কর্তৃক নির্মিত ৫শ আসন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম আশ্রাফ অডিটোরিয়াম উদ্বোধন করেন। গণসংবর্ধণা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।






Shares