Main Menu

সাংবাদিক দম্পত্তির মেয়ে প্রিয়ন্তি বৃত্তি পেয়েছে

+100%-

প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বছর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জান্নাতে নূর প্রিয়ন্তি সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
সে দৈনিক বাংলাদেশের খবর ও এসটিভি বাংলার বাঞ্ছারামপুর প্রতিনিধি ফয়সল আহমেদ খান এবং দৈনিক আজকালের খবর-এর স্থানীয় প্রতিনিধি ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক [গণিত] সালমা আহমেদ দম্পত্তির ছোট মেয়ে।প্রিয়ন্তি’র বড় বোন অর্থি নরসিংদী ঐতিহ্যবাহী এনকেএম স্কুল এন্ড হোমস(কাদির মোল্লা)-এর ৭ম শ্রেনীর ছাত্রী। বাঞ্ছারামপুর সদর পৌর এলাকার বড়বাড়ি মহল্লার মরহুম প্রকৌশলী হাবিব উল্লাহ খান (হানিফ ইঞ্জিনিয়ার) এর নাতনী প্রিয়ন্তি বড় হয়ে আর্মি অফিসার হতে ইচ্ছুক।
এ বড় সাফল্যে বাবা-মা ও স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছে সে।


Shares