Main Menu

ইলিয়াস নিখোঁজঃ সিলেটে কাল সকাল-সন্ধ্যা হরতাল

+100%-

বিএনপির সিলেট-২ সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে সিলেট জেলায় কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি। আজ বুধবার বেলা ১১টায় সিলেট শহরের কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক এ হরতালের ঘোষণা দেন।অন্যদিকে ইলিয়াস আলীর নিখোঁজের খবরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে গাছ ফেলে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী অবরোধ করেছে। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী ও এলাকাবাসী গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে। এছাড়াও ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ,বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় বিক্ষোভ চলছে।






Shares