Main Menu

ভিডিও কনফারেন্সে নবীনগর বড়াইল উচ্চ বিদ্যালয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

+100%-

nvcআমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃআধুনিক প্রযুক্তির সদ্যবহার করে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার ব্রাক্ষণবাড়ীয়া জেলার বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারি ধারাবাহিকতা নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন। জঙ্গিবাদ,সন্ত্রাস বিরোধী উপ সাম্প্রদায়িকতা বিরোধী জনমত সৃষ্টি ও ধর্মীয়,সম্প্রতি সৃষ্টির লক্ষে শিক্ষক ও তৃণমুল জনগনের সাথে ভিডিও কনফারেন্সে ধারাবাহিকভাবে তিনি মতবিনিমর করেন।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজামেল হক বলেন, ‘আপনার সুদূরপ্রসারী পরিকল্পনা ও দক্ষ পরিচালনায় বিদ্যালয়ে শিক্ষা আজ অনেক আধুনিক ও সময়োপযোগী হয়েছে।আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক গড়তে আপনার যুগোপযুগি পদক্ষেপ প্রশংসনীয়।এ জন্য আপনাকেসহ শিক্ষাবন্ধু মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।প্রধানমন্ত্রী সবার কথা মনযোগ দিয়ে শুনেন এবং বিদ্যালয়ে উন্নয়নের সার্থে সব ধরনের সহযোগীতার আহবান ব্যাক্ত করেন।

মোস্তাফিজুর রহমান (নান্নু মাস্টার) এর উপস্থানায় এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মোজামেল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-কারি প্রধান শিক্ষক শাহনেয়াজ আলম, বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম,খাইরুল আলম, ইসরাত জাহান,তাকমিনা জাহান,সাজিদুল ইসলাম,কামাল উদ্দীন,কবির হোসেন,নাসির উদ্দীন,আতিকুল ইসলাম,কাজী আল আমিন ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ডাঃবুলবুল আহমেদ,সদস্য মোহাম্মদ মীর,শাহ আলম মেম্বারসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।






Shares