Main Menu

নবীনগর-নবীপুর সড়ক সংস্কার। কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় জনদূর্ভোগ চরমে

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর টু নবীপুর সড়কের সংস্কার কাজ মাঝ পথে এসে থেমে গেছে, এতে দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। এছাড়া ড্রেনের কাজ সম্পন্ন হলেও অনেকাংশে দেয়া হয়নি ঢাকনা (স্লাব)। যার ফলে যেকোন সময় ঘটতে পারে অনাকাংখিত দূর্ঘটনা।
সরজমিনে দেখা যায়, নবীনগর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডেরসহ ৭টি গ্রামের লক্ষাধিক জনসাধারণের চলাচলের প্রধান সড়ক এটি। পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর গ্রামের কবরস্থান সংলগ্ন শেষ প্রান্ত হতে নবীপুর বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। সংস্কারের বাকি রয়েছে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় হতে পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর কবরস্থান পর্যন্ত। এর মধ্যে সড়কটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ১ম অংশ হচ্ছে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় হতে নবীনগর পশ্চিম পাড়াস্থ হযরত আমেনা পৌর মাদ্রসা সংলগ্ন পর্যন্ত আর ২য় অংশ হচ্ছে হযরত আমেনা পৌর মাদ্রসা সংলগ্ন হতে আলমনগর কবরস্থান পর্যন্ত। গত কিছুদিন পূর্বে সড়কের ১ম অংশের সংস্কার কাজ করার লক্ষ্যে হযরত আমেনা পৌর মাদ্রসার নিকটে প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩/৪ দিন কাজের পর বর্তমানে কাজ পুরোদমে বন্ধ রয়েছে। একদিকে কাজ বন্ধ অন্যদিকে সড়ক বন্ধ সব মিলিয়ে এলাকার জনসাধারণের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুমূর্ষ রোগী ও গর্ভবতী মা’দের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের। অপরদিকে সড়কটির বাকি অংশের (২য় অংশ) সংস্কার কবে নাগাদ হবে এ নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। কাজ বন্ধ আর জনদূর্ভোগের কারণ হিসেবে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলাকেই দায়ী করছে ভুক্তভোগীরা। আর কত যন্ত্রণার পর এই রাস্তার কাজ হবে- ক্ষোভের স্বরে বলতে দেখা গেছে অনেককেই।
এ ব্যাপারে জানার জন্য পৌর মেয়র মোঃ মাইনুদ্দিন এর মুঠোফোনে (০১৭২৬৫৫৬৫৫০) যোগাযোগ করে পাওয়া যায়নি।






Shares