Main Menu

নবীনগরে ঋষি পাড়ায়  সরকারি প্রকল্পের ঘর দেখতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

+100%-
মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি  :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায়  উপজেলার নাটঘর ইউনিয়নের দলিত ও হরিজন ঋষি সম্প্রদায়ের মধ্যে  ২০ টি  পরিবারের জন্য সদাশয় সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ দিয়ে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।
এর সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে  তাদের জীবন-মান উন্নয়নের জন্য প্রতিটি ঘরের সাথে একটি ওয়াশব্লক, একটি হোম সোলার প্যানেল এবং একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার নাটঘর গ্রামের ঋষি পাড়ায় সরেজমিনে প্রকল্পের ঘর দেখাসহ ঋষিপাড়ার এ ২০ টি পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এ প্রকল্পের বরাদ্দসহ সার্বিক নির্দেশনা, উদ্যোগ, ব্যবস্থাপনা ও তদারকির সাথে সংশ্লিষ্ট সকলকে নবীনগর  উপজেলা প্রশাসন এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে এলাকার দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।তাদের খোঁজ খবর নিতে এখানে আসলাম,তাদের সাথে সময় কাটালাম।
এখানকার নিরীহ সরল মনের এ অসাধারণ  মানুষগুলো ভালো থাকুক।






Shares