Main Menu

নবীনগরের স্বপ্নের রাধিকা সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবী এলাকাবাসীর

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাসীর স্বপ্নের রাধিকা সড়কটি কাজ দ্রুত শেষ করা দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন নবীনগর-শিবপুর-রাধিকা সড়কটির সাতানব্বইয় কোটি একাশি লক্ষ টাকা ব্যয়ে কাজটি চলমান রয়েছে। কিন্তু দির্ঘদিন যাবত কনিকাড়া গ্রামের স্থানীয় এলাকাবাসীদের সাথে ভূমি অধিকগ্রহণ নিয়ে জটিলতা থাকায় কাজটির চলমান গতি থেমে রয়েছে।
এ বিষয়ে জানতে স্বপ্নের রাধিকা সড়কে সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি অসহায় পরিবার তাদের সহায় সম্বল বলতে শুধু এই থাকার জায়গাটিই।তাদের ঘরবাড়ি সহ সব জায়গা স্বপ্নের রাধিকা সড়কেই চাপা পরেছে।
অভিযোগ রয়েছে অসহায় পরিবার গুলির সাথে ভূমি অধিকগ্রহণ নিয়েও তালবাহানা করেন সংশ্লিষ্ট কর্তিপক্ষ।তাদের জমির পরিমাপ,অধিকগ্রহনের হিসেব মতে কত টাকা হয়,কবে পাবে সেই টাকা সে সবের ডকুমেন্ট তার কিছুই জানেন না এলাকাবাসী।
এ বিষয়ে ভোক্তভুগী এলাকাবাসীরা জানান দেশ ও দশের সার্থে সড়ক হবে ,আমাদের বাড়ি-ঘর ভাঙ্গা পরবে তাতে আমাদের কোন সমস্যা নাই। আমরা শুধু আমদের অধিকগ্রহণের টাকা কিভাবে পাবো সেটা জানতে চাই।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জানান, সব কিছুরই একটা প্রসেসিং আছে,সড়ক অধিকগ্রণের বিষয়টা একটু সময় লাগে। কারো টাকাই মাইর জাবে না।সবার টাকা পাই টু পাই হিসেব মত বুঝিয়ে দেওয়া হবে। সড়কের কাজ হলে আমরাই লাভবান হবো।আসুন আমরা এলাকার উন্নয়নের সার্খে সকল বেধাবেদ ভুলে সড়কটি দ্রুত শেষ করতে সকলে মিলে সহযোগীতা করি।






Shares