Main Menu

নবীনগরের নারায়ণপুর দক্ষিন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি ৩০ বছরেও সরকারিকরণ তালিকায় স্থান পায়নি

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ  নানা জটিলতায় সরকারিকরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি । সরকারি বেতন না থাকায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। ২০১৩ সালে একসঙ্গে সারাদেশে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকার সরকারি করণের ঘোষণা দিলেও সরকারিকরণ তালিকায় স্থান পায়নি এই স্কুলটি।

শুধু তাই নয়,২০১৩ সাল থেকে স্কুলের পূর্বে চালুকৃত মাসিক এমপিও থেকে বঞ্চিত শিক্ষকরা। একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। এদিকে স্কুলটি দ্রুত সরকারী করণ করে, বিদ্যালয়ের লেখা-পড়ার মান আরও গতিশীল করার আহবান জানিয়েছেন এলাকাবাসী।

অন্যদিকে ২৫৪ জন ছাত্র-ছাত্রীর লেখা-পড়া করাতে অনেক সমস্যার সম্মূখীন হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম । তবে স্কুলটির জন্য জায়গা ক্রয় করে একটি রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ বুরহান উদ্দিন আহাম্মেদ।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, বিধি মোতাবেক পূণরায় প্রস্তাবটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।






Shares