Main Menu

রিভাইভ বাংলা ট্রাষ্ট কতৃক আয়োজিত “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম”

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় রিভাইভ বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে লুমিনাস ডিভাইন প্রোপার্টিস, ন্যাশনাল আই কেয়ার সেন্টার, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন ও সংবাদ২৪.নেট এর সহযোগীতায় ২৩ই মে সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত“বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম”অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কার্যক্রমে প্রায় ৩০০ শত রোগীকে বিনামূল্যে চক্ষু  চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৬০ জন রোগীকে স্বল্পমূল্যে ছানি অপারেশন (ফ্যাকো পদ্ধতিতে) এর জন্য নিবন্ধিত করা হয়। অন্ধত্ব নিবারনেই আমাদের এই উদ্যোগ।

উক্ত চক্ষু চিকিৎসা সেবায় চক্ষু  চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন- আমেরিকান চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এডউইন অলমস, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাসুদ, রিভাইভ বাংলা ট্রাস্টের চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানাা, রিভাইভ বাংলা ট্রাস্টের এলাকা প্রতিনিধি সহ  সদস্য বৃন্দ এবং শহরের গন্যমান্য ব্যাক্চতিবর্গ প্রমূখ। –  প্রেস বিজ্ঞপ্তি






Shares