Main Menu

বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

+100%-

কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব জহিজানান, নতুন ভাবে বিএনপিকে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং নেতা কর্মীদের সক্রিয় করতে পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে নতুন করে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর উপজেলা কমিটি ঘোষণা করা হবে।


Shares