Main Menu

পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে এ নিহতের ঘটনা ঘটে।  নিহতরা হলো- নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে কালন মিয়া (০৪), পশ্চিম ইউনিয়নের আবেদ মিয়ার ছেলে জাবেদ (০২) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বাহার মিয়ার মেয়ে জিন্নাত (৪) ও হেলাল মিয়ার ছেলে সবুজ (৫)।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শিশু কালন মিয়া বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  অন্যদিকে একই এলাকার জাবেদ (৩) বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করার সময় নালার পানিতে পড়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে্ন।  এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকায় পুকুরে সাতার কাটতে গিয়ে দুই শিশুর মূত্যু হয়েছে। এরা হলো- জেলা শহরের মৌবাগ এলাকার বাহার মিয়ার মেয়ে জিন্নাত (৪) ও হেলাল মিয়ার ছেলে সবুজ (৫)। সাতার না জানার কারণে তাদের মূত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।






Shares