Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই: ইসি

+100%-

কেউ নিজের ইচ্ছায় লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার উপণ্ডনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের বিষয়ে তিনি এ কথা জানান।

একই সঙ্গে ইসি আনিছুর রহমান জানান, আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, আমাদের কাছে এইটুকু তথ্য আছে যে, সরকারি কোনো বাহিনী এটা করেনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আমরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিপোর্ট দিতে বলেছিলাম যে সেখানে আসলে কী ঘটেছে। তারা বৈঠক করেছেন। প্রথমে ওই প্রার্থীকে লোকেট করা গিয়েছিল। কিন্তু মোবাইল বন্ধ থাকায় পরে আর তাকে লোকেট করা যায়নি। চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাকে খুঁজে পেলে সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে হাজির করতে।

নিখোঁজ ওই প্রার্থীর ভিডিওয়ের বিষয়ে তিনি বলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে যে নিউজ এসেছে তাতে মনে হয় এটি তার আগের পরিকল্পনা ছিল। পুরোটা জানা যাবে তাকে খুঁজে পাওয়া গেলে।






Shares