Main Menu

কসবায় খাদ্যে ভেজাল,জনস্বাস্থ্য,আইনের প্রয়োগ সামাজিক সচেতনা সৃষ্টি বিষয়ক কর্মশালা

+100%-

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) খ.ম.হারুনুর রশীদ ঢালী::   ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা মিলনায়তনে খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য, নৈতিকতা, আইনের কার্যকর এবং সামাজিক সচেতনতা সৃষ্টি বিষয়ক এক দিনের কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিছ বেগম,সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসাইন,  কসবা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাঈন উদ্দিন ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,স্বাস্থ্য কর্মী,মসজিদের ইমাম,দোকান মালিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার দুইশতাধিক ব্যক্তি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে পূর্বে এক বর্ণ্যাঢ র‌্যালী বের করা হয়।






Shares