Main Menu

বঙ্গবন্ধুকে কটূক্তির মামলা: সাবেক মন্ত্রী মীর নাছিরের জামিন

+100%-

প্রতিনিধি ॥বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দিন। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি এই জামিন অাবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান জানান, মীর নাছির উদ্দিন উচ্চ আদালত থেকে গত ৬ জানুয়ারি চার সপ্তাহের জামিন নেন। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হন। ওই আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এই মামলার তিন নম্বর আসামি ছিলেন মীর নাছির উদ্দিন।






Shares