Main Menu

নৌ পরিবহন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্যের,আখাউড়া স্থল বন্দর পরিদর্শন

+100%-

প্রতিনিধি॥ আখাউড়া স্থল বন্দরের অবকাঠামো সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়নের ল্েয বন্দর পরিদর্শন করে গেলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। গত বৃহস্পতিবার দুপুরে আখাউড়া -আগরতলা সড়কের পার্শ্ববর্তী হেলিপডে অবতরন করেন।

পরে  স্থল বন্দর পরিদর্শন করেন। তিনি জানান, বন্দরের অবকাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় উন্নয়ন দেখার জন্য এসেছেন। গত বিএনপি সরকারের আমলে দেশের অধিকাংশ বন্দর বেসরকারী ব্যবস্থাপনায় দিয়ে দেয়। যার ফলে অনেক বন্দরে অবকাঠামোগত উন্নয়ন এবং কাঙ্খিত রাজস্ব আদায় হচ্ছে না। এজন্য নৌ মন্ত্রণালয় ৩ সদস্যের এক তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি দেশের সকল বন্দর পরিদর্শন করে কি কি সমস্যা রয়েছে এবং কি কি উন্নয়ন করা যায় তার প্রেেিত প্রতিবেদন দিবে। তিনি বলেন, আখাউড়া স্থল বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে ভবিষ্যতে এই বন্দর দিয়ে বর্তমানের চেয়ে ৫গুন রপ্তানী বাড়বে। এসময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলাউদ্দিন আলী, আখাউড়া কাস্টমস এসিসট্যান্ড কমিশনার মোঃ সহিদুল ইসলাম।






Shares