Main Menu

৮ বছর পর আখাউড়া উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি॥ দীর্ঘ ৮ বছর পর বৃহস্পতিাবর আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সম্মেলনে সভাপতি ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন সভপতি পদে ৪ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন রয়েছে। উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও  আখাউড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ নূরুল হক ভূইয়া, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য মোঃ সেলিম ভূইয়া ও ঢাকা রমনা থানা কৃষকলীগের সভাপতি ও হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম ভূইয়া। সাধারন সম্পাদক পদে প্রার্থীরা হলেন বর্তমান সাধারন সম্পাদক গাজী আব্দুল মতিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল ও যুবলীগ আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন। সম্মেলনকে ঘিরে তৃনমূল আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ১৪১ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন। গতকাল সকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ের প্রথম অধিবেশন উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একেএম এমদাদুল বারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আলহাজ্ব এডঃ শাহআলম, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক।






Shares