Main Menu

দুর্গোৎসবের জন্য আখাউড়া স্থলবন্দরে ৭দিন আমদানি-রফতানি বন্ধ

+100%-

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বৃহৎ রফতানীমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৭দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। তবে আমদানী রফতানী কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের পাসর্পোটদারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২থেকে ২৬অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষীপূজা উপলক্ষে ৩১অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।






Shares