Main Menu

আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন ১০ সেপ্টেম্বর

+100%-

আগামী ১০ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। জানা গেছে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে এদিন কনফারেন্সকে সাফল্য মণ্ডিত করে তুলতে আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সবধরনের সহযোগীতা করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর আগরতলা-আখাউড়া রেলপথ প্রকল্পের উদ্বোধনে আখাউড়া সীমান্তে একটি সমাবেশ করা হবে। এই সমাবেশে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীও উপস্থিত থাকার কথা রয়েছে বলে একথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন। আশা করা যাচ্ছে আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্পের কাজ সম্পন্ন হলে ‘দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। জানা গেছে, প্রথম অবস্থায় পণ্যবাহী রেল চলাচল করবে এরপর যাত্রীবাহী রেল চলাচল করবে। জানা গেছে, ভারতের অংশে রেলপথের নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে।






Shares