Main Menu

তৃতীয় চালানের ভারতীয় চাল আশুগঞ্জ নৌবন্দরে

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি:: তৃতীয় চালানের ভারতীয় এক হাজার টন চাল নিয়ে সান মেরিনো নামে আরও একটি জাহাজ শুক্রবার সকাল ৯টায় আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। সোমরবার থেকে ভারতের ৭ রাজ্যে কাভার্ডভ্যানের মাধ্যমে জাহাজ থেকে চাল আনলোড করে পরিবহন শুরু হবে। এ নিয়ে গত দুই মাসে সাতটি জাহাজে প্রায় ৭ হাজার ১৯ টন চাল আশুগঞ্জ বন্দর দিয়ে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের পূবাঞ্চলীয় সাতটি রাজ্যে পরিবহন করা হয়। তৃতীয় চালানের আরও প্রায় ১৮ হাজার টন চাল পর্যায়ক্রমে আশুগঞ্জ হয়ে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের পূবাঞ্চলীয় সাতটি রাজ্যে পরিবহন করা হবে।
আশুগঞ্জ বন্দর সূত্র জানায়, এসব খাদ্যপণ্য পরিবহন করছে বাংলাদেশের আনবিজ এন্টারপ্রাইজ লিমিটেড। আনবিজ এন্টারপ্রাইজ লিমিটেডের আশুগঞ্জ প্রতিনিধি মো. নাসির মিয়া জানান, তৃতীয় চালানের এক হাজার টন চাল আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছছে। সোমবার থেকে চাল ভারতের ত্রিপুরায় পৌঁছানোর জন্য পরিবহন শুরু হবে।






Shares