Main Menu

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে-হাসানুল হক ইনু

+100%-

ইসহাক সুমন,আশুগঞ্জ প্রতিনিধি॥   তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গীবাদকে দমন করতে চাইলে সংবিধানকে রক্ষা করতে হবে। আর জঙ্গীবাদের হাত থেকে দেশকে বাচাতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে। যারা নির্বাচন না করার চেষ্টা করছেন তারা বাংলাদেশকে সংবিধানের বাহিরে ঠেলে দেয়ার চেষ্ঠা করছেন। তিনি আরো বলেন,নির্বাচন ও তফসিল বাতিলের প্রস্তাব অযৌক্তিক অসাংবিধানিক ষড়যন্ত্র মূলক। বিএনপি যদি রাজনৈতিক সমঝোতা চান তাহলে আমরা রাজি আছি। এর আগে বিএনপিকে হরতাল অবরোধ,নাশকতা ও যুদ্ধঅপরাধীদের সাথে সঙ্গ ত্যাগ করতে হবে।  গত শনিবার বিকেলে আশুগঞ্জের শ্রম কল্যান কেন্দ্রের মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ১০দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধনী দিনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যক্ষ জুবেদা খাতুন পারুল, কেন্দ্রীয় সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, জাসদ কানাডা শাখার সভাপতি এবিএম ফিরুজ, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম,প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোবারক আলী চৌধুরী,সদস্য আমিনুল ইসলাম ভূইয়া,হেবজুল বারী,হাজী মোঃ সাইদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান,সদস্য তাজুল ইসলাম,রিজভী আহমেদ, নজরুল ইসলাম বকুল,কামাল উদ্দিন প্রমুখ। এর আগে সংগঠনের সাধারন সম্পাদক এম.এ.লিটন স্বাগত বক্তব্য রাখেন। পরে রাতে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পরিবেশনায় নাটক আনার কলি মঞ্চায়িত হয়।
১০দিন ব্যাপী বিজয় মেলায় প্রতিদিন দেশবরেন্য বিশিষ্ট ব্যাক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। এছাড়া বসবে বিভিন্ন রকমারী স্টল। ১৯৯৪ সাল থেকে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হয় বিজয় মেলা। এর ধারা বাহিকতায় দীর্ঘদিন যাবত প্রতিবছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এ মেলা। ২১ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে মেলা চলবে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত।






Shares