Main Menu

চাকুরি জাতীয়করণের দাবিতে আশুগঞ্জে সিএইসসিপিদের অবস্থান কর্মসূচী চলছে, দূর্ভোগে হাজারো রোগী

+100%-

নিজস্ব প্রতিবেদক:: চাকুরি জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি)।

রবিবার সকাল ৯টা থেকে শুরু করে উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন কর্মচারিরা আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচী পালন করবে। কর্মবিরতীর কারণে উপজেলা সবগুলো কমিনিটি ক্লিনিকের সেবা বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার থেকে শুরু হয়ে এ কর্মবিরত চলবে আগামী সোমবার পর্যন্ত।
অবস্থান কর্মসুচি সলাকালে সমাবেশে আশুগঞ্জ উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন সভাপতি ইমরুল হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, উপদেষ্টা আব্দুল কুদ্দুস, শফিকুর রহমান প্রমুখ
বক্তারা বলেন, জাতীয়করণ না হওয়ায় গত ছয় বছর যাবৎ সকল ধরণের সরকারি সুযোগ সুবিধা হতে আমরা বঞ্চিত হচ্ছেন তারা। তাই দ্রুত জাতীয়করণের ঘোষনা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।






Shares