Main Menu

আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত

+100%-

১৫ আগষ্ট মঙ্গলবার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস/১৭ উপলক্ষ্যে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮ টায় শোক র‌্যালী বের করে শ্রম কল্যাণ কেন্দ্র থেকে প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুর‌্যালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আবায়ক মোঃ হানিফ মুন্সীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য মোঃ জিয়াউল হক মৃধা, জাতীয় শিক্ষক নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আনসারী, সরাইল আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক শিউলী আজাদ, এডঃ তানবীর আহমেদ কাউসার, যুবলীগের কেন্দ্রিয় সদস্য মজিবুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন বাদল, তালশহর ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু সামা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হাজী আক্তার, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আবুল খায়ের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চরচারতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর মুন্সী, সাধারণ সম্পাদ ক মোঃ আবুল কালাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া, জেলা পরিষদ কাউন্সিলর মুন্সী কবির আহমেদ, যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নোমান মিয়া, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফি উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লালমিয়া বকশী, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ বাদল সাদীর, সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, আশুগঞ্জ সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মিয়া, আড়াইসিধা ইউপি আওয়ামী লীগের সভাপতি কামাল মিয়া, আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাতীয় ফুটবল দলের খেলোয়ার মনি শিকদার, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাক্কী, সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি জাহান মুন্নী, সাধারণ সম্পাদক সুচিত্রা বেগম, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হক মামুন, সহ-সভাপতি সজিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরিয়ান সাবের চঞ্চল, রাফি হোসেন, মোঃ রহুল আমিন সুজন প্রমুখ। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ, প্রশানের কর্মকর্তারাসহ প্রায় পনের হাজার মানুষ উপস্থিত ছিলেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগেফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভার সভাপতির বক্তব্যে মোঃ হানিফ মুন্সী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে কলঙ্কময়, বেদনার দিন। শোককে শক্তিতে পরিনত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিহত করার জন্য নেতা কর্মীদের আহবান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত পলাতক খুনীদের অভিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানান।প্রেস বিজ্ঞপ্তি






Shares