Main Menu

নাসিরনগরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজাল :থানায় অপমৃত্যুর মামলা, আদালতে খুনের মামলা রুজ্জু

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর:: ব্রাক্ষণবাড়িয়াঃÑনাসির নগরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ কী হত্যা না আত্মহত্যা ? থানায় অপমৃত্যুর মামলা হলেও আদালতে খুনের মামলা রুজু হয়েছে ।ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর ১৪,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের ভুবণ গ্রামে।নিহত ব্যাক্তির নাম মোঃ আনব আলী (৬২)।মামলা ও প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে ।নিহত আনব আলী ও তার প্রতিবেশী মোঃ জুর মিয়ার লোক জনের মাঝে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ।ওই ঘটনায় ২৫ ডিসেম্ভর জুর মিয়ার লোকজন আনব আলীর লোকজন কে মারপিট করে ।মারপিটের ঘটনায় আনব আলীর ভাতিজা মোঃ আলাউদ্দিন বাদি হয়ে জুর মিয়া সহ ৯ জন কে আসামী করে নাসির নগর থানার মামলা নং ৫০জি আর ৫০৪ রুজু করে ।আনব আলীর লোকজন জানায়,মামলার পর থেকে জুর মিয়ার লোকজন আনব আলীকে খুন করতে  সুযোগ খুঁজতে থাকে ।ঘটনার তারিখ ও সময়ে আনব আলীকে খালি বাড়িতে পেয়ে জুর মিয়ার লোকজন যোগসাজসে তাকে হত্যা করে ।হত্যার পর আনব আলীকে তার পুর্বভিটির দু চালা টিনের ঘরের ভিতরে মারুলে গলায় রশিদিয়া হাটু ভাঙ্গা অবস্থায় মাঠিতে পা দুটি লাগিয়ে ঝুলিয়ে বাহিরে দরজায় শিকল টেনে আটকে রাখে।আনব আলীকে কোথাও খোজে না পেয়ে তার ভাতিজার বৌ সনুফা বেগম টিউবওয়েল থেকে পানি নিয়ে আসার সময় দেখতে পায় ২/৩ জন লোক ওই ঘর থেকে বের হচ্ছে।সনুফার তখন সন্দেহ হয়।এ সময় সনুফা বেগম আরো ২/৩ জনকে সাথে নিয়ে ঘরের ভিতর আনব আলীর লাশ হাটু মাঠিতে লাগা অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেয়।সনুফার চিৎকারে প্রতিবেশী লোকজন দৌড়ে আনব আলীর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়।থানা পুলিশ ঘটনাস্থল থেকে আনব আলীর সুরত হার রির্পোট তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে প্রেরণ করে ।ওই ঘচনায় পুলিশ নাসির নগর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে ।পরে এ  ঘটনায় ৫ জানুযারী আনব আলীর ছেলে মোঃ এমরান মিয়া বাদি হয়ে ১৩ জনকে আসামী করে ব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ন ং৬/১৫ খুনের মামলা রুজু করে ।মামলাটি আমলে নিয়ে অপমৃত্যুর মামলা ও পি এম রির্পোট প্রতিবেদন আকারে আদালতে দাখিল করার জন্য নাসির নগর থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত।






Shares