Main Menu

নাসিরনগরে দারোগার বাসা থেকে পিস্তল চুরি

+100%-

মোঃ আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়াঃ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই ঘটিকার সময় নাসিরনগর থানার এস আই মোঃ রফিকুল হাসানের বাসা থেকে একটি সরকারি পিস্তলসহ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় মোঃ আমীর ওরপে আম্বর আলী(২০) ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র পিপাস মালাকার(১২)কে গ্রেফতার করেছে ও অজ্ঞাতনামাদের আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা  অস্ত্র মামলা নং- ৬,তারিখ-৬/১২/২০১৩ইং রুজু করা হয়েছে। জানা যায় উক্ত এস আই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাবেক সহকারী শিক্ষক কর্মকর্তা মোঃ আব্দুল হাইয়ের বাসা ভাড়া থাকতেন। তিনি জানান রাত দেড় ঘটিকায় সরকারী ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়লে বিল্ডিং এর ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে সেই ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনায় পুঁলিশ দুইজকে আটক করেছে। দুই জনের দেওয়া তত্তের ভিত্তিতে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রযেছে। ঘটনার পর এলাকায় ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। পিপাস মালাকারের পিতা রবীন্দ্র মালাকার জানান তার ছেলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থী ছাত্র। তিনি জানান পিপাস ৮টি পরীক্ষা সমাপ্ত করেছে ২টি বাকী রয়েছে। এ বিষয়ে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ও এস আই মোঃ রফিকুল হাসান এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। তাদের দেওয়া তত্ত্বের ভিত্তিতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এখনো অস্ত্রটি উদ্ধার হয়নি, তবে উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।
একই রাতে নাসিরনগর দক্ষিণ পাড়ায় আজিজ মাষ্টারের ঘরে চোর প্রবেশ করে গৃহকর্তার বুকে ছুড়ি ধরে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকা, ২টি মোবাইল সেট, কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যায়। জানা গেছে ওসি গোলাম ফারুকের আমলে নাসিরনগর থানা এলাকায় যে পরিমাণে চুরি,ডাকাতি বৃদ্ধি পেয়েছিল, ওসি আব্দুল কাদেরের সময়ে চুরি-ডাকাতি কমেছে। কিন্তু ইদানিং কিছুটা সিজনাল চুরি-ডাকাতি বাড়ছে বলে জানা যায়।






Shares