Main Menu

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা বেগমের দাফন সম্পন্ন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারী জেনারেল এম ফখরুল হোসেনের সহ ধর্মিনী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) খালেদ মোশাররফ ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব রাশেদ মোশাররফের ছোট বোন, বাংলাদেশের প্রথম মহিলা আনসার অ্যাডজুটেন্ট, বিশিস্ট মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা বেগমের গতকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর ঢাকার খিলগাও আনসার ভিডিপি কম্পাউন্ডে মরহুমার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ জোহর নাসিরনগর উপজেলার গুণিয়াউক জমিদার বাড়ির মসজিদ প্রাঙ্গনে তৃতীয় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিস্ট ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। উল্লেখ্য মরহুমা ফেরদৌস আরা বেগম দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব নুরুল হোসেনের ভাবী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ফরহাদ হোসেন সংগ্রামের মাতা।






Shares