Main Menu

নাসিরনগরে ৩৮০ জন জেলেদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরণ

+100%-

এম.ডি. মুরাদ মৃধা::নাসিরনগর,(ব্রাক্ষনবাড়িয়া) প্রতিনিধি ঃ ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রমের জন্য উপজেলার নিবন্ধিত ৩৮০ জন জেলেদের মাঝে ৮০টি সেলাই মেশিন ও ৩০টি জাল বিতরণ করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। প্রতি ১০ জনের একটি গ্রুপকে ১টি করে ৫০,০০০ হাজার টাকার মূল্যের জাল বিতরন করা হয়। ৩০টি গ্রুপের ৩০০ জন জেলের মধ্যে জাল বিতরন করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,বিশেষ অতিথি বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পপ পরিচালক মো: জাহিদ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাশেম, নাসিরনগর উপজেলা মৎসজীবী সমিতির সাধারন সম্পাদক শিশির দাস, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো: তাজিরুল ইসলাম,সহকারী মৎস্য কর্মকর্তা মো: ছায়েদুর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি আক্তার হোসেন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ।






Shares