Main Menu

সরাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

+100%-

সরাইল প্রতিনিধি:: ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ এই স্লোগান নিয়ে  সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে গত কাল মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে পালিত হয় এ দিবস। এ ছাড়া সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন, এতে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যন রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মাইনুল আবেদীন , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল ও সরাইল পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন মাষ্টার। এর আগে সকাল  শহীদ মিনার থেকে মিলনায়তন পর্যন্ত সাক্ষরতা দিবসের র‌্যালি বের করা হয়।

প্রসঙ্গ উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বাংলাদেশে প্রথম ১৯৭২ সালে সাক্ষরতা দিবস পালন করা হয়।






Shares