Main Menu

সরাইলে এক রাতে দশ লাখ টাকার জুয়া

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক রাতে দশ লক্ষাধিক টাকার জুয়া খেলা হয়েছে। গত রোববার উপজেলার পাকশিমুল ইউনিয়নের সরাইল- অরুয়াইল সড়কের পাশে কালিশিমুল গ্রামে ওরস ও মেলায় হয়েছে এ জুয়া। প্রশাসনকে ম্যানেজ করেই এ জুয়া পরিচালনার কথা জানিয়েছেন ইসলাম উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তি। তাকে জুয়া খেলায় খুব পেরেশানি করতে দেখা গেছে। সরজমিনে দেখা যায়, গত রোববার ছিল কালিশিমুল গ্রামের প্রয়াত মাদারি শাহ’র বার্ষিক ওরস। এ উপলক্ষ্যে সকাল থেকেই সেখানে চলছিল মেলার আয়োজন। পাশেই তৈরী করা হয়েছে বাউল গানের প্যান্ডেল। নানান ধরনের পসরা সাজিয়ে বসেছে শতাধিক দোকানি। সন্ধ্যার পর মেলায় দেখা গেছে উপছে পড়া মহিলা পুরুষের ভিড়। চারিদিকে ঘুরছে জুয়াড়িরা। রাত ৯টায় দেখা যায় মেলায় বসে চা পান ও খোশ গল্প করছেন অরুয়াইল পুলিশ ফাঁড়ির এস আই নজরুল ইসলাম সহ দুইজন কন্সটেবল। সড়কের পাশে খালি মাঠে ইসলাম উদ্দিনের তত্বাবধানে চলছে জুয়া। বিভিন্ন বয়সের দুই শতাধিক লোক দেদারছে খেলছে জুয়া। চিৎকার করে গুটি মারছেন ইজাজ মিয়া (৩৫) ও রইছ মিয়া (৩২) নামের দুই ব্যাক্তি। একটু দূরে চলছে আরো দুটি জুয়ার বোর্ড। ইসলাম উদ্দিনের সাফ কথা প্রশাসনকে ম্যানেজ করেই আমি এ জুয়া পরিচালনা করছি। পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ইদ্রিছ মিয়া। জুয়া খেলা দেখিয়ে দিয়ে জিজ্ঞেস করা মাত্র তিনি বলেন, না আমি এখানে কোন জুয়া দেখছি না। আপনারা আমার বাড়িতে এসে চা নাস্তা খেয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, সারা রাতে এখানে প্রায় দশ লক্ষাধিক টাকার খেলা হয়েছে। ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, ওই ওরসে যারা জুয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হউক। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, ইসলাম উদ্দিন নামের কাউকে আমি চিনি না। রাতে পুলিশ জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে।






Shares