Main Menu

পূর্ব শত্র“তার জের— সরাইলে সারের দোকান ভস্মিভূত

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃপূর্ব শত্র“তার জের ধরে সরাইলে সারের দোকান আগুন দিয়ে ভস্মিভূত করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব পরিকল্পিত ভাবে গান পাউডার ব্যবহার করে উপজেলার লোপাড়া বাজারে মারিয়া ট্রেডার্স নামক দোকোনে গত সোমবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। সার ক্রয়ের চিন্তায় এখন দিশেহারা স্থানীয় কৃষকরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, সারের দোকানের মালিক নাছির উদ্দিন রাত সাড়ে সাতটায় জানাযা করার জন্য তালা দিয়ে চলে যায়। রাত আটটায় লোকজন দেখতে পায় দোকানের চালের উপর দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠে। বাজারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের গ্রামের মানুষ দৌঁড়ে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানে রক্ষিত দেড় শতাধিক বস্তা গুটি, শতাধিক বস্তা ইউরিয়া, এনপি, ডি আই ও সার , কীটনাশক ঔষধ ও একটি মোটর সাইকেল সহ দশ লক্ষাধিক টাকার জিনিষপত্র পুড়ে গেছে। ডিলার ও দোকান মালিক নাছির উদ্দিন বলেন, গ্রামের একটি সালিস সভায় ন্যায় কথা বলায় একটি পক্ষ প্রচন্ড ক্ষেপে আমাকে ক্ষতি করার হুমকি দিয়েছিল। তারাই এ কাজটি করেছে। ঘটনার পরই আমি কৃষি কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে জানিয়েছি। তারা আসবে বললেও গতকাল বিকাল ৫টা পর্যন্ত আসেননি।






Shares