Main Menu

সরাইলে দোকানের দখল নিয়ে সংঘর্ষ আহত গৃহবধূর মৃত্যু

+100%-


সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের একটি দোকানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত মিনারা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলজ হাসপাতালে তিনি মারা যান। তিনি জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, জয়দরকান্দি নতুন বাজারের একটি দোকান নিয়ে গ্রামের মিছির আলী পাঠান (৪০) ও  মওলো পাঠানের (৪২) মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিনারা বেগমসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত মওলো পাঠানের মেয়ে ও দুলাল মিয়ার স্ত্রী চার সন্তানের জননী মিনারা বেগমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তার অবস্থার অবনতি হলে গত সোমবার মিনারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মারা যায়। মিনারার মৃত্যুর খবরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছেন।






Shares