Main Menu

সরাইলে বজ্রপাত– পেটের ভাত যোগাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে
ধান কাটার শ্রমিক। নাম মোরশেদ মিয়া (২৮)। বাড়ি ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে। পেটের ভাত যোগাড় করতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক মোরশেদ। গতকাল দুপুরে বজ্রপাতে উপজেলার তেলিকান্দি গ্রামের মাঠে ধান কাটার সময় ঘটনাস্থলেই নিহত হন মোরশেদ মিয়া। আহত হন মোরশেদের তিন সহযোগী একই এলাকার বাসিন্ধা শ্রমিক আল-আমীন (২৪), কালাম (২৬) ও সামাদ (২৮)। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, পাকশিমুল ইউনিয়নের গৃহস্থ তোতা মিয়ার বাড়িতে পুরো মৌসুম ইরি বোরো ধান কাটার চুক্তিতে কিছু শ্রমিক নিয়ে আসেন। তারা বেশ কিছু দিন ধরে ধান কাটার কাজ করছেন। তাদের প্রত্যেকের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বর গঞ্জে। অন্যান্য দিনের মত গতকাল দুপুরেও তারা গ্রামের পাশের মাঠে ধান কাটায় ব্যস্ত। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র গতিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঈশ্বরগঞ্জের আমজাদ মিয়ার পুত্র শ্রমিক মোরশেদ মিয়া। আহত হয় তার আরো তিন সহযোগী। মোরশেদের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।






Shares