Main Menu

সরাইলে হরতাল পালিত পিকেটারের ঢিলে এক পুলিশ আহত, তিনটি সিএনজি ভাংচুর

+100%-
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। গতকাল সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে মাওলানা মোমেনের নেতৃত্বে মিছিল করে হেফাজতের নেতা কর্মীরা। লোকমান মিয়ার নেতৃত্বে পিকেটিং শুরু করে স্থানীয় বিএনপি। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে পিকেটাররা। যাত্রীদের রক্ষা করতে এগিয়ে আসলে আহত হন সরাইল থানার এ এস আই ইসমাইল। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও হরতাল সমর্থন কারীদের মধ্যে কিছুক্ষন উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী। সকাল সাড়ে নয়টায় ছাত্রদলের সাবেক সভাপতি মুন্নার নেতৃত্বে উপজেলার প্রধান গেট বরাবর ইটা ফেলে সরাইল- অরুয়াইল সড়ক অবরোধ করে ফেলে পিকাটাররা। বিএনপি নেতা আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ওদিকে সকাল ১০টায় গাছের গুড়ি ফেলে সরাইল- নাসিরনগর-লাখাই সড়ক অবরোধ করে রাখে হেফাজত ও বিএনপি’র কর্মীরা। এক সময় এ সড়কে শিশুদেরকে পিকেটিং করতে দেখা যায়। দুপুর ১টায় শিশু পিকেটাররা বড্ডাপাড়া মাদ্রাসার নিকটে হামলা চালিয়ে তিনটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে। সড়ক গুলোতে অল্প সংখ্যক গাড়ি চলাচল করলেও সকালের দিকে দোকানপাট ছিল বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা ও অফিস আদালত ছিল স্বাভাবিক।






Shares