Main Menu

সরাইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সরাইল উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে করে সারাদেশের মতো সরাইলেও টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
চার দফা দাবিগুলো হলো- বেতন স্কেল নির্ধারণ, মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ প্রদান, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন সফল করার লক্ষে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংঘটনের সভাপতি মো. জসিম ও সাধারণ সম্পাদক মো. জহিরুল কবির সিহাব ও সরাইল উপজেলার স্বাস্থ্য সহকারীরা ।






Shares