Main Menu

সরাইলে মার্কেটে অগ্নিকান্ড :: ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

+100%-

fire_sarail

মোহাম্মদ মাসুদ ,সরাইল :: সরাইলে এক মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার আঁখিতারা বাজারে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনেকেই এটিকে নির্বাচনী সহিংসতা দাবী করলেও স্থানীয় কিছু লোক বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শী স্থানীয় রোকজন জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে ওই মার্কেটে অগ্নোৎপাতের সূচনা হয়। এক সময় আগুনের লেলিখান শিখা ধাউ ধাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের প্রজ্বলনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে আসেন। লোকজনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের হোটেল, লেপ-তোষক, ডেকোরেটার্স ও খলুই ধারির ৭টি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়। পুঁড়া জিনিস পত্রের পাশে বসে কাঁদছেন ৭ ব্যবসায়ি। এরা হলেন- আবু আছাদ চৌধুরী, মঈন উদ্দিন, আবদুল মন্নাফ, আল-আমীন, নজরুল হুদা, কুদ্দুছ মিয়া ও ইমরান। ব্যবসায়ি আল-আমীন বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক মিটার থেকেই এ অগ্নিকান্ডের সূচনা হয়েছে।

গতকাল সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ও আবদুল হক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






Shares