Main Menu

সরাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

+100%-

teachersমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। সরাইল উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে প্রবেশের প্রধান সড়কে সরাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে অংশগ্রহন করেন।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সহসভাপতি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব খান, সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন,অরুয়াইল বহুমুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিক, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত লাল, চুন্টা এ সি একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী মন্ত চক্রবর্তী, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, পাকশিমুল হাজি শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে হবে। সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণ করতে হবে অন্যথায় আন্দোলনের মাধ্যমে শিক্ষকদেও ন্যায়সঙ্গত দাবি আদায় করা হবে।






Shares