Main Menu

সরাইলে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে –লাল কার্ড

+100%-

redমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্য বিবাহ ও যৌন হয়রানীকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রর্দশন করেছে। রবিবার সকালে উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা হয়। কর্মশালা প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া Ñ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, ।

উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন , পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবু তালেব, বিদ্যালয়ের সভাপতি কুতুব উদ্দিন ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, সরাইল পেস ক্লাবের অর্থসম্পাদক মাহবুব খান ,কাজী সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি বোরহান উদ্দিন, মোঃ শাহেদ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্য বিয়ে না করার শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা ।

এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হাত উঁড়িয়ে বাল্য বিবাহ ও যৌন হযরানিকে লাল কার্ডৃ দেখায়। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ মূলক নাটিকা প্রদর্শন করেন।






Shares