Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে গরু বোঝাই ট্টাক খাদে। মৃত তিনটি গরু

+100%-

taমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে॥ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে গরু বোঝাই ট্টাক খাদে পরে তিনটি গরু মারা যায় । সাতটি গরু ও পাচঁ গরু ব্যবসায়ী গুরতর আহত হয় । শনিবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার কুট্রাপাড়া এলাকা গরু বোঝাই ট্রাককে(ঢাকা মেট্রো ১৪-১০০৬) আরেকটি ট্রাক পেচন দিক থেকে ধাক্কা দেয় ।এতে গরু বোঝাই ট্রাকটি খাদে পরে যায়। ঘটনাস্থলে তিনটি গরু মারা যায়। সাতটি গরু ও পাচঁ গরু ব্যবসায়ী গুরতর আহত হন।
আহত গরু ব্যাবসায়ী আনোয়ার জানান, ২২ লক্ষ টাকা দিয়ে ১৪টি গরু ক্রয় করে । গোপালপুর থেকে গরু বোঝাই করে গত রাত ১টায় সিলেট পশুর হাঠে বিক্রি করার জন্য রওয়ানা দেয় । আহত গরু ব্যাবসায়ীরা হলেন , আনোয়ার (৪০), রিমন (৩৫), রফিক (৪৫) সাইফুল (৩৫)ও রুবেল (৩৫)। তাদের বাড়ী টাংঙ্গাইল জেলার, গোপালপুর উপজেলা।






Shares