Main Menu

জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরষ্পরের সহযোগিতা একান্ত প্রয়োজন:: নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dc91016৯ অক্টোবর ২০১৬:: রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, নবীনগর পৌরসভার মেয়র মোঃ মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক,
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরষ্পরের সহযোগিতা একান্ত প্রয়োজন। যদি কেহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।প্রেস রিলিজ






Shares