Main Menu

আনন্দময়ী কালীবাড়িতে দুইদিন শনি পূজা উৎসব

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শনি পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে শনি দেবের চরণাশৃত ভক্তবৃন্দ দুইদিন ব্যাপী এ পূজা উৎসবের আয়োজন করেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে  শুভ শঙ্খধ্বনির মাধ্যমে শ্রী শ্রী শনি দেবের পূজা আরম্ভ হয়। পরে স্থানীয় আলোচকবৃন্দের আলোচনায় ৭টায় শ্রী শ্রী শনি দেবের মাহাত্ম্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা কমিটির সভাপতি সুদর্শন সাহা সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি টানেন। রাত ৯টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আনন্দময়ী কালীবাড়ির নাটমন্দিরে প্রখ্যাত কীর্তনিয়া নিউটন দেবনাথের পরিবেশনায় রামায়ন গান অনুষ্ঠিত হবে।

উক্ত শনি পূজাটি যাদের সহযোগিতায় হয়েছে এ কমিটির আহ্বায়ক সুদর্শন সাহা এবং যারা সদস্য রয়েছেন- সুনীল দেব, প্রবীর দেব, সুভাষ পাল, প্রদ্যোৎ নাগ, সুভাষ সাহা, প্রিয়লাল রায়, অসিত রঞ্জন পাল, প্রাণতোষ পাল, বিজয় দাস, পঙ্কজ রায়, নারায়ন সাহা, প্রবীর চৌধুরী রিপন, পরিতোষ পাল, প্রদীপ সাহা, রতন কর্মকার, সব্যসাচী পাল, কমলকর, মানিক রায়, পরিতোষ রায় ও সমজিত সাহা প্রমুখ। আজকের অনুষ্ঠানটি দেখার জন্য সকল ভক্তদের প্রতি উৎসব কমিটির নেতৃবৃন্দরা আহ্বান জানিয়েছেন।প্রেস রিলিজ

91