Main Menu

নেতৃবৃন্দদেরকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

+100%-

বিগত বছরের ৫ জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গণতন্ত্রকে হত্যা করে। উক্ত গণতন্ত্র হত্যা দিবসে ২০ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশব্যাপী শান্তিপূর্ণভাবে লাগাতার অবরোধ কর্মসূচী পালন কালে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরস্থ বড় হুজুরের বাড়ির মাদ্রাসার সামনে থেকে পুলিশ বাহিনী কর্তৃক জেলা বিএনপির সহ সভাপতি, পৌর বিএনপি ও আইনজীবি ফোরামের সভাপতি এডঃ সফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি, জিয়া পরিষদের সভাপতি ও আইনজীবি ফোরামের সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডঃ সামছুজ্জামান চৌধুরী কানন, বিএনপি নেতা এডঃ ইমাম হোসেন ও মোঃ জালাল মিয়াকে গ্রেফতার এবং অবৈধ আওয়ামী সরকারের পুলিশ ও ক্যাডার বাহিনী কর্তৃক শহরের কান্দিপাড়ার মাদ্রাসা রোড, পাওয়ার হাউজ রোড, শিমরাইলকান্দিসহ সমস্ত শহরে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাসী, হয়রাণী, বাড়িঘর ভাংচুর এবং মহিলা ও শিশুদেরকে লাঞ্চিত ও পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি ও গ্রেফতারের ুুুপ্রতিবাদে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আইনজীবি ও বিএনপির নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি সকল প্রকার পুলিশ হয়রানি থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি


Shares