Main Menu

নারী উদ্যোক্তা হিসেবে এসএমই এওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিউটিশিয়ান রোকসানা হক

+100%-

বিশেষ প্রতিনিধি : ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি, দি ইউরোপিয়ন ইউনিয়ন, শিল্প মন্ত্রনালয় এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ ব্যাবস্থাপনায় এসএমই এওয়ার্ড চট্টগ্রাম ২০১৪ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নারী উদ্যোক্তা ঐশী বিউটি পার্লারের সত্ত্বাধিকারী বিউটিশিয়ান রোকসানা হক। ২১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় চট্টগ্রামস্থ আগ্রাবাদ হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রোকসানা হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান এর নিকট থেকে এ এওয়ার্ড সম্বলিত ক্রেস্ট গ্রহণ করেন। রোকসানা হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের ছানাউল হক নিপুর সহধর্মিনী। তিনি ঢাকা, কলকাতা এবং ব্যাংক থেকে প্রশিক্ষন নিয়ে ২০০৪ সালে সেলাই প্রশিক্ষন ও পার্লার ব্যাবসার সূচনা করে সমাজের অবহেলিত, নির্যাতিত ও অসহায় নারীদের কর্মসংস্থানের মাধ্যমে সমাজে অবদান রাখতে শুরু করেন। বর্তমানে আখাউড়া, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক নারীর কর্মসংস্থানে তাঁর কয়েকটি বিউটি পার্লার রয়েছে। এসকল অবদানের জন্য তিনি ২০১২ সালে শহীদ সহরোয়ার্দী পদকে ভূষিত হয়েছিলেন। তিনি ব্যাবসা সম্প্রসারিত করে সমাজের অবহেলিত নারীদের কর্মসংস্থান আরো বৃদ্ধি করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।






Shares