Main Menu

জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

+100%-

প্রেস বিজ্ঞপ্তি::আজ ১৫ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন মাল্টিপারপাস সেডে অত্র জেলার ৩০ জন মুক্তিযোদ্ধা পুলিশে কর্মরত ও অবসরপ্রাপ্ত অফিসার এবং ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপহার প্রদান করা হবে। পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং সভাপতি, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিবারের মত এবারও সমাজের অন্যান্য শ্রেণী, পেশার মানুষের মত স্বাধীনতার ৪৩তম বিজয় উৎসব বীর মুক্তিযোদ্ধা ও সকলের মাছে ছড়িয়ে দেয়ার লক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, এ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী, প্রশাসক জেলা পরিষদ ও ভারপ্রাপ্ত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, জনাব হারুন অর রশীদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহ আলম বকাউল, সিনিয়র এএসপি, সদর সার্কেল, জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, সিনিয়র এএসপি, ডিএসবিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন।। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালন ও পরিচালনা করবেন জনাব মোঃ শফিকুল ইসলাম,সিনিয়র এএসপি (সদর), ব্রাহ্মণবাড়িয়া।






Shares