Main Menu

শ্মশান, খেলার মাঠ ও মাদ্রাসার জায়গা রক্ষার দাবিতে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

+100%-

সদর উপজেলার মজলিশপুরে শ্মশান, খেলার মাঠ ও মাদ্রাসার জমিতে আশ্রয়ন প্রকল্প নির্মাণের উদ্যোগের প্রতিবাদে গতকাল সোমবার সংবাদ সম্মেলন সহ বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মজলিশপুর শ্মশান, খেলার মাঠ ও মাদ্রাসা রক্ষা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ও মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার মোঃ ফিরোজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মজলিশপুর গ্রামের শতাধিক বছরের প্রাচীন এ শ্মশানে মজলিশপুর সহ আশপাশ এলাকা হিন্দু ধর্মাবলম্বীরা লাশ দাহ করে আসছে। শ্মশানটি মজলিশপুর মৌজা সেঃ মেঃ ৮৫৫ দাগে অবস্থিত ৯১ শতক ভূমি স্বর্গীয় নবীন চন্দ্র পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উৎসর্গ করে গিয়েছিলেন। যা ২নং খতিয়ানে রেকর্ডভুক্ত আছে। শ্মশান সংলগ্ন উত্তর পাশের ভূমি শতাধিক বছরের ঐতিহ্য মন্ডিত খেলার মাঠ। যেখানে প্রতি বছরই জাতীয় পর্যায়ের খেলোয়াররাও অংশগ্রহণ করে থাকেন। শ্মশানের পূর্বে কালিমন্দির ও কালিপূজার ভিটা অবস্থিত। শ্মশান ভূমি সংলগ্ন দক্ষিণ পাশে ফসলি খাস ভূমি ৯৯ বছরের লীজ এর মাধ্যমে মজলিশপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা ভোগ দখল করে আসছে। সাংবাদিক সম্মেলনে বলা হয়, একটি স্বর্থান্বেষী মহল উক্ত শ্মশান, খেলার মাঠ ও মাদ্রাসার জায়গায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণের পায়তারা চলছে। উল্লেখিত স্থানে আশ্রয়ন প্রকল্পে নির্মাণ স্থলে মজলিশপুরের শত শত বছরের বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশংকা রয়েছে। শ্মশানের সাথে আশ্রয়ন প্রকল্প স্থলে শ্মশানের দাহ কাজ যেমন ব্যাহত হবে তেমনিভাবে স্বাভাবিক বসবাসও বিঘিœত হবে। একইসাথে শত বছরের ঐতিহ্য মন্ডিত খেলার মাঠটির স্বাভাবিক খেলাধূলাও ব্যাহত হবে। সংবাদ সম্মেলন থেকে আশ্রয়ন প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান এলাকাবাসী। অন্যথায় নৌপথ, সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সুবেদ আলী, জেলা লোকাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ নাগ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পাল, সাম্প্রদায়িকতা প্রতিরোধ বিগ্রেডের সমন্বয়ক অ্যাড মোঃ নাসির, জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ প্রমুখ। এদিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ মজলিশপুর গ্রামবাসী শহরে এক বিক্ষোভ মিছিল করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর মার্কেটের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মজলিশপুর শ্মশান, খেলার মাঠ ও মাদ্রাসার জমি রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহরিয়ার মোঃ ফিরোজ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলিপ নাগ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, বাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক নেয়ামত আলী খান, সাম্প্রদায়ীকতা প্রতিরোধ ব্রিগেডের জেলা সমন্বয়ক এডঃ মোঃ বাছির প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি






Shares