Main Menu

জেলা নাগরিক ফোরামের সভা, রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি

+100%-


প্রতিবেদক : পবিত্র রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে জেলা নাগারিক ফোরাম আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। সভায় ফরমালিনের অপব্যবহার রোধেরও দাবি উঠে।
সংগঠনের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রতন কান্তি দত্ত, অ্যাডভোকেট এনামুল হক কাজল, মো. খবির উদ্দিন, রনি চৌধুরী, মোশারফ হোসেন, নিহার রঞ্জন সরকার, হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।
সভায় অভিযোগ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে প্রকাশ্যেই ট্রেনের টিকিট চোরাকারবারি হচ্ছে। রামকানাই স্কুলের পাশে পাইকপাড়া পুকুর পাড়ে খোলা ডাস্টবিনে ময়লা আবর্জনার স্তুপ করে রাখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা অচিরেই পদক্ষেপ না নিলে আন্দোলন গড়ে তোলা হবে।






Shares