Main Menu

হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের কলম বিরতি শুরু

+100%-

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সিজিএ কর্মচারী সমিতি জেলা শাখার উদ্যোগে  রবিবার থেকে জেলা হিসাব রক্ষন অফিসসহ বিভিন্ন উপজেলা হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু হয়েছে।
অডিটর পদটি স্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীতকরন এবং জুনিয়র অডিটরের বেতন স্কেল ২ধাপ উন্নীতকরনের দাবিতে তারা এই কলম বিরতি শুরু করেন।
কলম বিরতি চলাকালে সকাল ১১টায় জেলা হিসাব রক্ষন কার্যালয় প্রাঙ্গনে হিসাবনিয়ন্ত্রক, বাংলাদেশ কর্মচারী সমিতি (সিজিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিজিএ কর্মচারী সমিতির সভাপতি অডিটর মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অডিটর মোৎ মাঈনুল আহসান, সাধারণ সম্পাদক অডিটর মোঃ আবুল খায়ের, প্রচার সম্পাদক অডিটর মোঃ আ.ফ.ম. নাসিমুল গনি, মহিলা সম্পাদিকা অডিটর এনাক্ষী পাল প্রমুখ। সভায় বক্তারা তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এদিকে অর্থবছরের শেষ মূর্হুতে তাদের কলম বিরতি পালনের কারনে সেবা গ্রহিতারা চরম দুর্ভোগে পড়েছেন।






Shares